ছবি: সংগৃহীত
দর্পণ ডেস্ক : ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র জন্য সম্প্রতি প্রশংসিত হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী অহনা কুমরা। সম্প্রতি ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এই তরুণ অভিনেত্রী।
অভিনেত্রী অহনা বলেন, ‘একবছর আগে সাজিদ খানের সঙ্গে আমার এক মিটিং ছিল। সালোনি চোপড়ার মতোই আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। বাড়িতে ডেকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়েছিল সাজিদ। সেখানে টিভি-তে যা দেখছিল, আমাকেও তাই দেখতে বলা হয়।’
পরিচালক সাজিদ খান
সেই পরিবেশে সাজিদ তাঁকে ‘স্পর্শ না করলেও’ প্রশ্ন করেছিলেন, ‘তোমাকে যদি আমি ১০০ কোটি রুপি দিই, তুমি কুকুরের সঙ্গে সেক্স করবে?’ টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অহনা।
কাস্টিং ডিরেক্টর অনির্বান -এর বিরুদ্ধেও অভিযোগ করেছেন অহনা কুমরা। ‘এক পাঁচতারকা হোটেলের লবিতে দেখা হলে, অনির্বান আমাকে প্রস্তাব দিয়েছিল, ওপরে রুমে গিয়ে একান্তে সময় কাটানোর।
অবশ্য ‘অনির্বানের চিঠিতে ক্ষমা প্রার্থনা দেখে খুশি’ হয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।