নাটোরে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষ ইউনিয়নের রুবেল আহমেদ (২৫) মানুষিক রিসার্সের মাধ্যমে আবিস্কার করেছেন কলকারখানা ও ইট ভাটার ধোয়া পরিস্কারক যন্ত্র।দীর্ঘ ছয় বছর ধরে নিজ মেধা শক্তিকে কাজে লাগিয়ে বায়ু দূষণ রোধ কল্পেওই যন্ত্রটি আবিস্কার করতে সফল হয়েছেন।
জানা যায়, ধারাবারিষার উদবাড়িয়া উত্তরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে রুবেল আহমেদ প্রায় আড়াই হাজার টাকা ব্যয়ে বায়ু দূষণ রোধে যন্ত্রটি আবিস্কার করেন।তিনি অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত লেখাপড়া করলেও অর্থের অভাবে শেষ করতে পারেননি।তবে তিনি নিজের মেধাকে দেশের একটি উন্নয়ন মূলক কাজে ব্যস্ত রেখেছেন সবসময়।তারই প্রতিফলন বায়ু দূষণ রোধের যন্ত্র আবিস্কার।রুবেলের পিতাসহ মা মঞ্জুয়ারা বেগম, স্ত্রী শামীমা আক্তার সেতু সরকারের সহযোগিতা কমনা করেছেন।
ইতিমধ্যে তার এই যন্ত্রটি নাটোর জেলা প্রশাসক ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ব্যাপক সুনাম অর্জন করেছে। কিন্তু সরকারিভাবে কোন সহযোগিতানা পাওয়ায় বায়ু দূষণ রোধের যন্ত্রটিকে বাস্তবেরুপ দেয়া সম্ভব হচ্ছে না।
ঊুধবার দুপুরে যোগাযোগ করলে রুবেল আহমেদ বলেন, যন্ত্রটিকে বাস্তবে রুপদিতে সরকারি সহযোগিতার অপেক্ষায় আছি। এমনকি প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠিও পাটিয়েছি।বায়ু দূষণ রোধের এই যন্ত্রটি চালু হলে প্রকৃতিতার হারানো যৌবন ফিওে পাবে। এছাড়া দূষিত বায়ুর কারণে ফসলাদীর যে ক্ষতি হচ্ছে সে ক্ষেত্রেযন্ত্রটি ফসলের বিভিন্ন রোগ বালাই কমিয়ে ভালফলন ঘটিয়ে ব্যাপক ভূমিকা রাখবে।