দর্পণ ডেস্ক : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ২টি পাগলা কুকুরের কামড়ে গত ৩০ ঘণ্টায় নারী-শিশুসহ আহত ৪৮ জনের মধ্যে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন, ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ১৫ জনসহ অন্যান্য ক্লিনিকে বাকিরা চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে এ পর্যন্ত শ্রীনগর সদর ইউনিয়নের মথুরাপাড়া, আরধীপাড়া, সিংহের হাটি, দয়হাটা, দেউলভোগ, গ্রামে কালো রঙের একটি পাগলা কুকুরের কামড়ে প্রায় ৩৩ জন আহত হয়।
অপর দিকে বুধবার সকাল থেকে পাটাভোগ ইউনিয়নের দক্ষিণ পাইকশা, ফৈনপুর, কামার খোলা, মুশুরীপাড়া গ্রামে লাল রংয়ের একটি পাগলা কুকুরের কামড়ে প্রায় ১৫ জন আহত হয়।
আহতরা হলেন রাশেদা (৩৫), কাশেম (৬২), শুকুর বেপারী (৭০), খোরসেদ (৪৫), আজিম (১১), চুন্নু মিয়া (৩৮), আরিফ (২৫), রেজীয়া (১৫), রিজভি (১৭) মুক্তা (৭), মিনা বেগম (৪৫), নন্দিতা (১৩), জিহাদ (১৫), আনোয়ার (৬৫), শাহজাহান (৪২), শামিম (১০), মোফাজ্জল (৬), আ. রশিদ (৫২), ছেন্টু (৮), জাহানারা বেগম (৩১), সায়েদুর রহমান (৪০), মিজান (৫০), আলো (৩৬), ছায়েদ (২৫)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন ৩০ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আমার হাসপাতালে ২৩ জন চিকিৎসা নিয়েছেন।