দর্পণ ডেস্ক : চুয়াডাঙ্গায় বাস যাত্রীর স্যান্ডেলের ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় সেলিম মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার ভোরে ঢাকা থেকে দর্শনাগামী একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে স্বর্ণের এ চালান আটক করা হয়।

আটক সেলিম মিয়া দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত থেকেই বিজিবির একটি দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিংস্টেশনের কাছে অবস্থান নেয়।

বুধবার ভোর ৪টার দিকে যাত্রীবাহী ওই বাসটি ফিলিংস্টেশনের কাছে পৌঁছলে বিজিবির সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় সেলিম মিয়া নামে এক যাত্রীকে আটক করা হয়।

পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে সকাল ১০টায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আটক ব্যক্তির পায়ের স্যান্ডেলের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার বের করা হয়। যার ওজন এক কেজি ৬৪৮ গ্রাম। এ স্বর্ণের বাজারমূল্য ৬৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, আটক সেলিম মোল্লা মূলত পাচারকারী। ঢাকা থেকে এ স্বর্ণের চালানটি ভারতে পাচারের জন্য আনা হয়। তবে এ ঘটনায় জড়িত মূলহোতাদের খুঁজে বের করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।