লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি : গত ২৯ অক্টোবর সোমবার সকালে ভৈরব উপজেলা সমবায় অধিদপ্তরের কার্যালয়ে ভৈরব উপজেলার সকল সমবায়ীদের উপস্থিতিতে আগামী ১০ নভেম্বর ২০১৮খ্রি. দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপনের বিষয়ে ৪৭ তম জাতীয় সমবায় দিবস২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন।
সমবায়ীদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অর্থ সম্পাদক ভৈরব মাল্টিপারপার্স এর সভাপতি হাজী মোঃ নুর মুহাম্মাদ, পরিচালক মোঃ সাদেক হোসেন, কমলপুর পশ্চিমপাড়া বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি রক্তসৈনিক শামসুল হক বাদল,যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন শামীম আহমেদ,সাংগঠনিক সম্পাদক তবারোক হোসেন, কার্যকরি সদস্য শাহাদাত হোসেন, জনসেবা মাল্টিপারপার্স এর সভাপতি ফারুক আহমেদ, ভৈরব স্টার মাল্টিপারপার্স সভাপতি মোঃ সুমন মিয়া, এছাড়াও ভৈরব উপজেলার প্রায় শতাধিক মাল্টিপারপার্স এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।