দর্পণ ডেস্ক : এদিকে আগামী ১ ডিসেম্বর মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের একটি বিলাসবহুল প্রাসাদে বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। ইতিমধ্যেই নিজেদের ‘ওয়েডিং ডেসটিনেশন’ দেখে তা পাকাপোক্ত করে ফেলেছেন পিগি চপস। তাঁর সঙ্গে যোধপুরে বিয়ের জায়গা দেখতে যান নিক জোনাস জোনাসও। তবে ওই সময় নিজেদের বিয়ে নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি নিক, প্রিয়াঙ্কাকে।

অন্যদিকে প্রথমে মার্কিন মুলুকের হওয়াই দ্বীপে নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর বসবে বলে শোনা গিয়েছিল। নিকের পছন্দের জায়গা বলেই নাকি হওয়াই বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু, পড়ে মত পাল্টে ফেলেন এই হাই প্রোফাইল সেলেব জুটি। রাজস্থানের যোধপুরেই তাঁদের বিয়ের আসর বসবে বলে জানা যায়। তবে বিয়ের পর নিক, প্রিয়াঙ্কার রিসেপশন কোথায় হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর যেমন নিকের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন প্রিয়াঙ্কা চোপড়া, তেমনি ওইদিনই রণবীর সিং এবং দীপিকা পাডুকনের রিসেপশনের আসর বসবে বলেও শোনা যাচ্ছে।