দর্পণ ডেস্ক : ভারতের ঘড়ি ডিটার্জেন্টের বিজ্ঞাপন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কী, এক ঝলক দেখার পরই মন ভাল হয়ে গিয়েছে, তাই না! ওই হ্যাপিওয়ালা ফিলিং আর কি! যা দেখার পর আপনি এটাও ভাবছেন, কত সুন্দর একটা মেসেজ রয়েছে। সত্যিই তো, কাজ যাই হোক, তাকে কখনই ছোট-বড় হিসাবে বিচার করা উচিত নয়। প্রত্যেকটি কাজই প্রত্যেকে গুরুত্ব সহযোগে করছেন। তাই পেশা দিয়ে কাউকেই বিচার করা উচিত নয়।

স্টেশন রোডের রিকশা চালক হোক বা বাড়ির পরিচারিকা মিনতি দিদি-ই হোক, তাঁরা প্রত্যেকেরই সম্মান এবং শ্রদ্ধা প্রাপ্য।

এখন প্রশ্ন, আমরা কি আদৌ তাঁদের সেই প্রাপ্যটা দিয়ে থাকি? হয়ত অনেকেই দেন। আবার অনেকেই দেন না। ওই ডিটার্জেন্ট সংস্থা তাদের বিজ্ঞাপনে এই সমস্যার কথাটাই তুলে ধরেছে। বিজ্ঞাপনের মূল বক্তব্যই হলো ‘এই দীপাবলিতে মনের ময়লা দূর করো’।

দীপাবলি স্পেশ্যাল এই বিজ্ঞাপন বাজারে এসেছে তিন দিনই হয়েছে। শনিবার নিজেদের ফেসবুক পেজে-এ এই বিজ্ঞাপন আপলোড করার পর থেকেই আট থেকে আশি ওই সংস্থার বিজ্ঞাপন নিয়ে কথা বলছে। নেটিজেনদের অনেকেই নিজেদের টাইমলাইনেও বিজ্ঞাপনটিকে পোস্ট টু টপ করে রেখেছে। মনোগ্রাহী এই বিজ্ঞাপন দেখে অনেকেই বলছেন, ‘এদের অ্যাডগুলো সবসময় অসাধারণ হয়। সত্যি সত্যি-ই মনের ময়লা দূর করে’।