দর্পণ ডেস্ক : সীমান্তপথে বাংলাদেশের জয়পুরহাটে ঢুকছে বুপ্রেনোরফাইন নামক নেশাজাতীয় ইনজেকশন।
র্যাব ও পুলিশ জানায়, সহজে বহনযোগ্য বুপ্রেনোরফাইন ইনজেকশন গোপনে চোরাকারবারিরা পৌঁছে দিচ্ছে বিভিন্ন হেরোইনে আসক্তদের কাছে। গত ৯ মাসে জেলায় আমদানি নিষিদ্ধ বুপ্রেনোরফাইন ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার হয়েছে ১৪ হাজার ৫৫টি।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বুপ্রেনোরফাইন ইনজেকশন মাদক হিসেবে ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমদানি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ এই ওষুধ কোনো চিকিৎসকই রোগীর ব্যবস্থাপত্রে লেখেন না। মাদক হিসেবে যারা এই ইনজেকশন শরীরে নিয়ে থাকে, তাদের কিডনি ও হার্ট অকেজো হয় এবং রক্তচাপ বেড়ে যায়। ফলে দ্রুত তারা মৃত্যুঝুঁকিতে পড়ে।
জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা করার কারণে সহজে কেউ মাদক কেনাবেচা করতে পারছে না। জয়পুরহাটে ১০০ জন মাদকসেবীদের কে চিকিৎসা দিলে তাদের মধ্যে ২০ জনই বুপ্রেনোরফাইন ইনজেকশন নেওয়ার রোগী। আমরা চেষ্টা করছি জয়পুরহাটকে মাদকমুক্ত করার।