দর্পণ ডেস্ক : ফিচার ফোনকে টেক্কা দিতে, একেবারে আলাদা আউটলুকে অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 8110 ফোনটির 4G সংস্করণ। অনেকটা কলার মতো দেখতে এই ফোনটির আরেক নাম “Banana Phone”। পুরোনো ফিচার ফোনের মতো স্লাইডিং মেকানিজম থাকলেও এটিতে পাওয়া যাবে আর দশটা স্মার্টফোনের মতো সব ফিচার। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফিচার ফোন।
ধরার সুবিধার জন্য এইরকম ডিজাইন করা হয়েছে। স্লাইড আউট কীবোর্ড কভার রয়েছে। এই ফোনটিতে ২.৪৫-ইঞ্চি রঙিন ডিসপ্লে রয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০৫ ডুয়াল কোর প্রসেসর চালায়, যার গতি ১.১ গিগাহার্জ। একটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ রয়েছে ১২৮ জিবির এক্সটারনাল স্টোরেজের সঙ্গে রয়েছে, ৫১২ এমবির অভ্যন্তরীণ স্টোরেজ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং টুইটারের পাশাপাশি গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ সাপোর্ট করবে এই ফোন। ফোনটিতে ১,৫০০ এমএএইচ ব্যাটারী রয়েছে। LED ফ্ল্যাশ সহ রয়েছে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তবে ফোনের সামনে কোন ক্যামেরা নেই। কানেক্টিভিটির জন্য Nokia 8110 4Gতে রয়েছে 4GVoLTE, Hotspot, Wi-Fi , Bluetooth, GPS/ A- GPS, FM রেডিও, একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।
ইন্ডিয়ার বাজারে এই ফোনের দাম ধরা হয়েছে 5,999 টাকা তবে অনলাইনেও কেনা যাবে এই ফোনটি, অনলাইনের ঠিকানা- Nokia.com/phones ।