দর্পণ ডেস্ক : স্বামীর দীর্ঘ জীবনের জন্য ভারতের অনেকে জায়গাতেই নারীরা করবাচৌত ব্রত পালন করেন সারাদিন উপোস থেকে। এ বছর স্ত্রীর দীর্ঘজীবন কামনা করে করবাচৌতে উপোস করলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খোরানা।

এ প্রসঙ্গে সামাজিক মাধ্যম টুইটারে তিনি লিখেছেন,’ এ বছর আমার স্ত্রী করবা চৌতে উপবাস করতে পারবে না। কারণ ও অসুস্থ। কিন্তু স্ত্রীর হয়ে এবার আমি করব। প্রতিবার ও আমার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু চেয়ে উপবাস করে। এবার আমি ওর সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু চেয়ে এই রীতি পালন করব’।

ক্যান্সারে আক্রান্ত স্ত্রী তাহিরার জন্য আয়ুষ্মানের এই অনুভূতি অনেকেরই হৃদয় ছুঁয়েছে। শুধু টুইটারে পোস্ট দিয়েই আয়ুষ্মান থেমে থাকেননি। করবাচৌতের দিন সেরেছেন পূজা, পালন করেছেন ব্রত। নিয়মানুযায়ী রাতে আকাশের চাঁদের দেখা না পাওয়া পর্যন্ত এক ফোটা পানিও মুখে তোলেননি।

গত সেপ্টেম্বরে আয়ুষ্মানের স্ত্রী তাহিরার স্তন ক্যান্সার ধরা পড়ে। এই খবর তাহিরা নিজেই ইনস্টাগ্রামে জানান। নিজের রোগ প্রসঙ্গে সেখানে তিনি লেখেন, ‘ স্পষ্টভাবে বলতে গেলে ক্যান্সারের জিরো স্টেজ চলছে আমরা শরীরে। একটি নির্দিষ্ট অংশে ক্যান্সারের কোষের ক্রমবৃদ্ধি ঘটে চলেছে।’

স্ত্রীর সুস্থতা কামনা করে করবাচৌতের দিন নিজের হাতে স্ত্রীর নামের প্রথম আদ্যক্ষর টি হিন্দিতে মেহেদী দিয়ে লিখে সেটা টুইটারে শেয়ার করেছেন আয়ুষ্মান খোরানা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ তাহিরা কারবাতচৌতে উপোস থাকা শুরু করেছিল আমার মায়ের জন্য। তাদের পরিবারে এই ব্রত পালন করা হয় না। এবারও সে কারবাতচৌতের দিন উপোস থাকতে চেয়েছিল। কিন্তু আমি তাকে নিষেধ করেছি।‘ তিনি আরও বলেন, গত বছরও আমরা একসঙ্গে করবাচৌত পালন করেছি, উপোস থেকেছি। কিন্তু এবার তার কেমোথেরাপি চলায় সে উপোস থাকতে পারেনি। এ কারণে আমিই তার দীর্ঘায়ু আর সুস্থতার জন্য ব্রত পালন