জনগণ সুষ্ঠু নির্বাচনের পক্ষে রায় দিয়েছে। তাই এই সিদ্ধান্ত (রায়) অমান্য বা উপেক্ষা করলে কল্পনাতীত শাস্তির হুশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ড. কামাল হোসেন।

শনিবার চট্টগ্রামে নাসিমনসংলগ্ন নুর আহমেদ সড়কে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় ড. কামাল হোসেন এ হুশিয়ারি দেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন সবাই চায়। জনগণ হাত তুলে রায় দিয়েছে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য বা উপেক্ষা করলে, যে শাস্তি আপনারা পাবেন তা কল্পনাও করতে পারবেন না।

জনসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে জাসদের (জেএসডি) আ স ম আবদুর রব এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।

এছাড়াও জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মো. মনসুরসহ কেন্দ্রীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, সরকার হলো সেবক। জনগণ দেশের মালিক। জাতীয় ঐক্যফ্রন্টকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করতে দেয়া হয়নি। এ জন্য মানুষের কষ্ট হচ্ছে। এটার কৈফিয়ত আদায় করতে হবে। যারা এ কাজটা করেছেন তাদের শাস্তি দিতে হবে। লালদীঘি ময়দান কেন দেয়া হয়নি, এটার জবাব দিতে হবে। এটা কারও বাপ-দাদার সম্পত্তি নয়। জনগণ এটার মালিক।

উল্লেখ্য, লালদীঘি ময়দানে সমাবেশ করার জন্য গত রোববার পুলিশকে চিঠি দেয়। কিন্তু শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষ জাতীয় ঐক্যফ্রন্টকে নুর আহমদ সড়কে জনসভা করার অনুমতি দেয়।