দর্পণ ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামে নিখোঁজের তিন দিন পর শুক্রবার দুপুরে তাইমা (২) নামে এক শিশুর মরদেহ পাওয়া গেছে।বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাইমা ওই গ্রামের রুহুল আমিনের মেয়ে।
তাইমার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজবাড়ির সামনে খেলা করার সময় নিখোঁজ হয় সে। রাতে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন বুধবার ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি করেছিল তার বাবা রুহুল আমিন। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে তার এক প্রতিবেশী বাড়ির পাশে ওই ডোবার কচুরি পানার মধ্যে মরদেহ ভাসতে দেখে তাইমার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ দেয়। পরে ভাঙ্গুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাঈদ শুক্রবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানা পুলিশের ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।