দর্পণ ডেস্ক : বরিশাল নগরীর নবগ্রাম রোডের মডেল মহিলা মাদরাসায় গোপন বৈঠককালে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ভোলা জামায়াতের আমির ফজলুল করিম, ঝালকাঠী পৌর জামায়াতের আমির আব্দুল হাই, গৌরনদী উপজেলা জামায়াতের আমির কামরুল ইসলাম খান, ঝালকাঠীর মাহবুব আলম, বরিশালের খলিলুর রহমান এবং বাবুগঞ্জের মাধবপাশার কেরামত আলী।

বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে কয়েকজন জামায়াত নেতা নবগ্রাম রোডের সিকদার প্যালেস ভবনের মহিলা মাদরাসায় গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ ওই মাদরাসাটি ঘিরে ফেলে। পরে মাদরাসা তল্লাশি করে জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, আটকের পর তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।