দুই মহিলাকে অনু মালিক কীভাবে যৌন হেনস্থা করেছিলেন প্রকাশ করলেন. সম্প্রতি দুই গায়িকা সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিত অভিযোগ এনেছিলেন অনু মালিকের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সঙ্গীত পরিচালক। অনু মালিকের বিরুদ্ধে আবার যৌন হেনস্থার অভিযোগ।
এবার আরও দু’জন অজ্ঞাতপরিচয় দুই গায়িকা অভিযোগ আনলেন অনু মালিকের বিরুদ্ধে। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। তাঁদের মধ্যে এক জন মহিলা জানিয়েছেন, ১৯৯০ সালে মেহবুব স্টুডিওতে প্রথম দেখা হয়েছিল অনু মালিকের সঙ্গে। সেই সময়েও মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন অনু মালিক। এমনই অভিযোগ। যদিও সেই সময়ে অনু ক্ষমা চেয়েছিলেন বলে জানিয়েছেন অভিযোগকারিণী।
কিন্তু এখানেই শেষ নয়। পরে একটি কাজের জন্য ওই গায়িকাঅনু মালিকের বাড়ি যেতে হয়েছিল। সেই সময়ে তাঁর বাড়িতে কেউ ছিলেন না।
অভিযোগকারিণীর কথায়, ‘‘উনি আমার পাশে সোফায় বসেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম যে ওঁর বাড়িতে কেউ নেই, আমি বিপদে পড়তে চলেছি। তার পরেই উনি আমার স্কার্ট তুলে দেন ও নিজের প্যান্টের চেন খোলেন। আমি ভেবেছিলাম ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাব। কিন্তু ওর গায়ের জোরের সঙ্গে আমি পারছিলাম না। সৌভাগ্যবশত সেই সময়েই কেউ ডোরবেল বাজান।’’
সেই সময়ে রক্ষা পেলেও মহিলাকে গাড়ি করে ছাড়তে যান অনু মালিক। তখন আবার এক অন্ধকার গলিতে গাড়ি ঢুকিয়ে মহিলার উপরে ঝাঁপিয়ে পড়েন অনু মালিক।
আরও এক অভিযোগকারিণীকে স্টুডিওতে শিফন শাড়ি পরে আসতে বলেছিলেন অনু। সঙ্গে এও বলেছিলেন, তিনি যেন একা আসেন। সেই মহিলাকেও তিনি জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তথ্যসূত্র: এবেলা.ইন