ছবি: প্রতীকী
বিচ্ছেদ ঘটে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকার এক নারী গার্মেন্টস কর্মীর প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে।
বখাটেদের কুনজরে পড়েন স্বামী পরিত্যক্তা হওয়ায় অসহায় এ পোশাক শ্রমিক। সেলিম ও সোহেল নামে দুই বখাটে ছাড়াও কয়েকজন তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
এক পর্যায়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার পথে চরপাথরঘাটার এক নির্জন স্থানে তাকে একা পেয়ে জোরপূর্বক টেনেহিঁচড়ে পাশে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে ধর্ষণ করে বখাটে সেলিম।
ধর্ষক সেলিম ছেড়ে দেয়ার পর নির্যাতিতাকে আটক করে আরেক বখাটে সোহেল।
সোহেলও তাকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে চাইলে এবং ধর্ষণের চেষ্টা করলে কৌশলে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন ওই নারী।
পুলিশ খবর পেয়ে দ্রুত সাড়া দেয় । কর্ণফুলী থানা পুলিশের ত্বরিত তৎপরতায় পুনরায় নির্যাতনের হাত থেকে রক্ষা পান ওই পোশাক শ্রমিক।
পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে সোহেল তাকে ছেড়ে পালাতে যায়। কিন্ত শেষ রক্ষা হয়নি অপরাধীর। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোহেলের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় অপর ধর্ষক সেলিমকেও। এ ঘটনায় আটক দুই বখাটের বিরুদ্ধে বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই পোশাক শ্রমিক।