দর্পণ ডেস্ক : বুধবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই পূজাকে ঘিরে সারাদেশের মন্দির ও মণ্ডপের পাশাপাশি ঘরে ঘরে পালন করা হয়েছে নানা আচার-অনুষ্ঠান।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যায় লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তীর পরিচালনায় পূজা শেষে ভক্ত ও পূজারীরা সেখানে অঞ্জলি প্রদানে অংশ নিয়েছেন। রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরেও ছিল একই কর্মসূচি।
এছাড়া রাজধানীর রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মীপূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মী দেবীর পায়ের ছাপের আলপনা।