দর্পণ ডেস্ক : সিলেটে ১৮০ কেজি ওজনের একটি ‘বাঘ মাছ’ ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি বাজারে এনে ব্যবসায়ীরা দাম হাঁকছেন চার লাখ টাকা। দেড় লাখ টাকা পর্যন্ত দাম উঠলেও গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। সিলেট নগরীর লালবাজারের মত্স্য ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, গত সোমবার দিবাগত রাতে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ১৮০ কেজি ওজনের একটি ‘বাঘ মাছ’। খবর পেয়ে তিনি জেলেদের কাছ থেকে মাছটি কিনে আনেন। লালবাজারে আনার পর তিনি বিশালাকার মাছটি বিক্রির জন্য নগরীতে মাইকিং করান। ফলে প্রচুর ক্রেতা ও উত্সুক জনতা মাছটি দেখতে ভিড় করেন। মাছটির দাম তিনি চার লাখ টাকা হাঁকছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত মাছটির দাম উঠেছে দেড় লাখ টাকা পর্যন্ত। কিন্তু এ দামে বিক্রি করতে রাজি নন তিনি। আনোয়ার হোসেন জানান, প্রত্যাশিত দাম না পেলে আজ তিনি মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করবেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.