দর্পণ ডেস্ক : অনু মালিক, বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক র বিরুদ্ধে একের পরে এক যৌন হেনস্থার অভিযোগ আসছে। দুই গায়িকা সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিতের অভিযোগের পরে আরও দুই অজ্ঞাতপরিচয় মহিলা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এবারে মুখ খুললেন গায়িকা আলিশা চিনয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আলিশা জানিয়েছেন অনু মালিকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সত্যি। তিনি এও জানান, অভিযোগকারী নারীদের পাশে তিনি আছেন। অন্ধকার গলিতে নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পপঢ়ছিলেন। অনু মালিকের বিাংদ্ধে বিস্ফোরক অভিযোগ দুই নারীর। ১৯৯০ সালে আলিশা অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। এই প্রসঙ্গে গায়িকা বলেন, আমি সেই সময়ে একা লড়েছিলাম।
গায়িকা বলেন, ও বার বার আমার কাছে ক্ষমা চেয়েছিল আমি ক্ষমা করে এগিয়ে গিয়েছিলাম। এখানেই অভিযোগের শেষ নয়। আলিশার অভিযোগ, অনু মালিক নিজের মেয়ের বয়সী নারীদের সঙ্গেও এমন ব্যবহার করেন। আলিশার কথায়, অনু মালিকের দুই মেয়ে রয়েছে, আর তাদের বয়সি মেয়েদের সঙ্গেই এমন কা- ঘটান তিনি। এর মধ্যে এই ধরনের অভিযোগের জন্যই ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারকের আসন থেকে বাদ পড়েছেন অনু মালিক। তার বদলে দেখা যাবে সেলিম সুলেমানকে।