অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮ তে বিয়ে করছেন এ তারকারা। এ নিয়ে চলছে মিডিয়া পাড়ায় ব্যাপক হইচই।

বিয়ে নিয়ে রোববার বিকালে নিজেদের ইনস্টাগ্রামে নতুন তথ্য দেন এ দুই তারকা। এদিন বিয়ে নিয়ে হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি বিয়ের আমন্ত্রণপত্রের দুটি ছবিও পোস্ট করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

আমন্ত্রণপত্রে তারা লিখেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভালো লাগছে, ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি। আমাদের দুজনের প্রতি আপনাদের অকুণ্ঠ ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ। ভালোবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা পা বাড়াচ্ছি, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই।’

ইনস্টাগ্রামে বিয়ের তারিখ জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত শুভাকাঙ্খিরা।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে অভিনন্দন জানিয়ে অভিষেক বচ্চন লিখেছেন, ‘অনেক অভিনন্দন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

করণ জোহর লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা।’

জ্যাকুলিন ফার্নান্দেজ লিখেছেন, ‘লক্ষ্যপূরণ!’

আলিয়া ভাট লিখেছেন, ‘ওহো!’ সঙ্গে অনেকগুলো হার্ট ইমো।

আরও অভিনন্দন জানিয়েছেন নিমরাত কৌর, কারিশমা কাপুর, রিচা চাড্ডা, রাহুল বোস প্রমুখ।

১৫ নভেম্বর বিয়ের তারিখ বেছে নেয়ার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ‘রামলীলা’ যেহেতু রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটির প্রথম ছবি, তাই সেই ছবির মুক্তির দিনের পাঁচ বছর পূর্তিতে বিয়ে করছেন তারা।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জুটিবদ্ধ সিনেমাগুলো হচ্ছে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’।