দর্পণ ডেস্ক : ‘হায়রে আমার সোনা ফলা মাটি’-গানের কথাটি যেন আক্ষরিক অর্থেই সত্য। এই দেশের মাটিতে এমন কিছু ফলে যা সোনার চেয়েও খাটি। সেকথাই যেন আবারও প্রমাণ করলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃষক বেলায়েত হোসেন।
বিশ্বের সর্ববৃহৎ মিষ্টি আলু ফলিয়ে দেখালেন এই কৃষক। স্বীকৃতি হিসেবে গিনেস বুকে নাম লেখাতে এখন অপেক্ষায় রয়েছেন তিনি।
সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের নটেশ্বর গ্রামের বেলায়েত হোসেনের খেতে ‘সিন্ধি’ জাতের এই মিষ্টি আলু ফলেছে। নদীর চড়ে এই ছয় মাস চাষাবাদের পর গত বুধবার আলু তোলার সময় এটি পাওয়া যায়। এরপর থেকেই চলছে আলোচনা।
বেলায়েতের খেতে ফলা আলুটির ওজন ৭.৭ কেজি। গিনেস বুকে এর আগে সবচেয়ে বড় আলুর ওজন ৩.৭ কেজি বলে জানা যায়। যেটি ব্রিটিশ কৃষক পিটার গ্ল্যাজবুকের জমিতে ২০১০ সালে হয়েছিল।
স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেছেন, আমার জানামতে এ পর্যন্ত দেশে এক-দেড় কেজি ওজনের বেশি আলু হয়নি।
আলুটি তোলার পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন। এটা দেখে সবাই রীতিমতো অবাক হচ্ছেন।