দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ’সোনার বাংলা মানে সোনা দিয়ে মোড়ানো বাংলা নয়। মানসম্মত শিক্ষায় সোনার মানুষ গড়ে তোলার মাধ্যমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে হবে। একজন বঙ্গবন্ধুর জন্ম না হলে সোনার বাংলাদেশ হতনা। একজন শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতনা। আমরা দেশকে এমন এক জায়গায় রেখে যেতে চাই এরপর যারা দেশ চালাতে আসবে তারা বুঝবে তাদের সাথে আমাদের ফারাকটা কোথায়?’ প্রাথমিক বিদ্যালয়ে গমন উপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরন, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে উদ্বুুদ্ধকরণ ও মা-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এসব কথা বলেন।

শনিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা পর্যটন হলিডে ইয়ুথ ইন প্রাঙ্গণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মা-অভিভাবক সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলেন। এতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিষয় উঠে এলে মন্ত্রী পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে দীর্ঘ দিনের বিদ্যমান সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: মাহবুবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক এসএম ফারুক, উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লা প্রমুখ।

সমাবেশে কলাপাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকম-লী, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।