দর্পণ ডেস্ক : শুধু আইন বা বিধিবিধান দিয়ে সমাজের সব অসঙ্গতি দূর করা যায় না, বাল্য বিবাহ বন্ধে সচেতনতা জরুরি বলে মত দিয়েছেন আলোচকরা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ শিশু : প্রতিশ্রুতি ও অগ্রগতি ২০১৭’শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা।

বক্তারা বলেন, আমরা সমাজে যখনই একটি মেয়ের নিরাপত্তার অভাব বোধ করি, তখনই অল্প বয়সে তাকে বিয়ে দেয়ার উদ্যোগ নেই। বাল্য বিবাহের ক্ষেত্রে অনেকগুলো কারণের মধ্যে দারিদ্র্যতা ও শিক্ষা একটি বড় বিষয়। ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ আইনের বিধিমালা ইতোমধ্যে জারি করা হয়েছে। এ বিধিমালায় অপরিণত বয়সে বিবাহের ক্ষেত্রে শুধু পিতামাতার মতামত না, এর সঙ্গে আদালতকেও সম্পৃক্ত করা হয়েছে। তবে সমাজে বাল্য বিবাহ রোধ করতে হলে সচেতনা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রটেকশন ম্যানেজার রাশেদা খাতুন, আইন ও সালিশ কেন্দ্রের শীপা হাফিজা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু সুরক্ষা বিষয়ক উপদেষ্টা শাহনাজ রহমান প্রমুখ।