দর্পণ ডেস্ক : ঠাণ্ডা আবহাওয়ার কারণে শীতে শিশুরা একটু বেশিই অসুস্থ হয়ে পড়ে। এ সময় সচেতনভাবে শিশুদের বিশেষ পরিচর্যা নিলে এবং সাধারণ কিছু নিয়ম মেনে চললে শীতেও আপনার আদরের সোনামণি খাকবে সুস্থ। তেমন কিছু বিষয় জেনে নিন—
* শিশুদের পায়ে মোজা, গায়ে সোয়েটার ও মাথায় টুপি পরাবেন।
* সকালে ও সন্ধ্যায় জরুরী প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাহিরে নিবেন না।
* হালকা গরম পানিতে দুপুরে স্বল্প সময়ে শিশুদের গোসল করাবেন।
* ছোট শিশুদের ক্ষেত্রে প্রস্রাব বা পায়খানা করার সাথে সাথে কাপড় পরিবর্তন করবেন।
* শ্বাস কষ্ট, কাশি বা দ্রুত শ্বাস হলে চিকিৎসকের পরামর্শ নিবেন।
* শিশুর জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়াবেন এবং পূর্ণ ৬ মাস পর্যন্ত শিশু শুধুমাত্র বুকের দুধ খাবে। পূর্ণ ৬ মাস বয়সের পর বুকের দুধের পাশাপাশি শিশু অন্যান্য খাবার খাবে।
* নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।