লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের হালসায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে থানায় মামলা হলেও পুলিশ অভিযুক্ত সজিব হোসেনকে আটক করতে পারেনি। এনিয়ে নাটোরে গত দুই দিনে দু’টি শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। পুলিশ সূত্র জানায়, নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর গ্রামে চার বছরের এক শিশু শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় প্রতিবেশি আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন শিশুটিকে ডেকে নিয়ে যায়। দীর্ঘক্ষণ সময় শিশুটি বাড়ি ফিরে না আসায় অন্য শিশুরা তার অভিভাবককে জানায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে পাশের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করেন। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত সজিব হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। তবে বিষয়টি মিমাংসা করার জন্য শিশুর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.