দর্পণ ডেস্ক : জন্মদিনের অনুষ্ঠানে গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে।

স্থানীয় সময় শনিবার বিকেলে টেক্সাসের তাফত শহরের উইলবার্ন স্ট্রিটের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানায়, এক বছরের একটি শিশুর জন্মদিন উদযাপন চলছিল বাড়িটিতে। এ সময় দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে গুলি ছুড়ে চারজনকে হত্যা করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ দুই সন্দেহভাজনকে খুঁজছে।