ভিয়েতনামের দিয়েন বিয়েন ফু সিটির পার্বত্য অঞ্চলের এক বাসিন্দার নাক থেকে বের হলো আস্ত জোঁক। গল্প নয়, ঘটনা সত্যি।

কিছুদিন ধরেই মুখের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করছিলেন তিনি। নাক দিয়ে ক্রমাগত রক্তপাতও হচ্ছিল। বাধ্য হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হলো তাকে। চিকিৎসক পরীক্ষা করে যা দেখলেন, তা ভয়াবহ।

সংবাদমাধ্যম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পার্বত্য অঞ্চলের ওই বাসিন্দা চিকিৎসকের কাছে এসে তার নাকে ক্রমাগত রক্তপাতের কথা বলেন। পরে চিকিৎসক এন্ডোস্কোপ ক্যামেরা দিয়ে তার নাক পরীক্ষা করে দেখেন, নাকের ভেতরে কিছু আটকে আছে।

হাসপাতালের চিকিৎসক ড. টুয়ান ওই ব্যক্তির নাক থেকে বস্তুটিকে বের করে আনেন। দেখা যায়, বস্তুটি একটি জোঁক।

চিকিৎসক জানান, নদীতে পানি পান করার সময়ে এই প্রাণী ওই ব্যক্তির নাকে প্রবেশ করে থাকতে পারে। তার পরে রক্ত চুষে আকার বেড়ে যাওয়ার ফলে আর বের হয়ে আসতে পারেনি।