দর্পণ ডেস্ক : আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন চান জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা-৪ আসনের এ এমপির নেতৃত্বে শনিবার রাজধানীর শ্যামপুরে তার সমর্থকরা গণমিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঐক্যের জয় নিশ্চিত। বিএনপির ঐক্য হালে পানি পাবে না। শেখ হাসিনা-এরশাদের ঐক্যের কাছে অপশক্তি পরাজিত হবে। জাতীয় ঐক্য করে লাভ হবে না। আওয়ামী লীগ ও জাপাকে বাদ দিয়ে যারা জাতীয় ঐক্যের কথা বলে তারা বোকার স্বর্গে বাস করে।
মিছিলটি দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন রেলগেট হয়ে মীরহাজিরবাগে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা বাদ্য বাজিয়ে ‘লাঙল’ প্রতীক এবং শেখ হাসিনা ও এরশাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিল করেন।
সমাবেশের সভাপতি আবু হোসেন বাবলা দাবি করেন, এরশাদের শাসনামলে এমপি থাকাকালে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেন। ৫ জানুয়ারির নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আবারও উন্নয়নের সুযোগ পেয়েছেন। শ্যামপুর-কদমতলীতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে।
সমাবেশে আরও বক্তৃতা করেন জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান প্রমুখ।