দর্পণ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তরিকুল ইসলাম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন। তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে রয়েছেন।
তিনি জানান, তার বাবার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ (শনিবার) তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলেও জানা গেছে।