সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দুই ইয়াবা ব্যবসায়ী দুলাল হাওলাদার (৩৪) ও সাগর (২২) কে ৩৬ পিস ইয়াবাসহ আটক করেছে পটুয়াখালী র‌্যাব সদস্যরা।শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুপাত্রা বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে।রশু হাওলাদারের পুত্র দুলাল ও জালাল মিয়ার পুত্র সাগর’র বাড়ী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে।র‌্যাব এদেরকে একইদিন থানায় সোপর্দ করলে পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে বলে তালতলী থানা সূত্র জানিয়েছে।