দর্পণ ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মডেল ও অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। ‘হামসকল’ ছবির অডিশনের জন্য তাকে বাড়িতে ডেকেছিলেন সাজিদ খান। বাড়িতে তার মা আছে বলে জানান সাজিদ যখন র‌্যাচেল যেতে অসম্মতি জানান। র‌্যাচেলের অসুবিধা হবে নবলেও জানান।

সাজিদের বেডরুমে নিয়ে যায় পরিচারিকা, বাড়িতে যাওয়ার পর র‌্যাচেলকে । সেখানে সাজিদ তার দিকে অশালীন ভঙ্গিতে তাকান ও হাসতে থাকেন। তাকে জামা-কাপড় খুলে ফেলতে বলেন।

কারণ হিসেবে তিনি জানান, ছবিতে বিকিনি দৃশ্য আছে। এর পর র‌্যাচেল হোয়াইট বিকিনি পরা ছবি সাজিদকে পাঠানোর কথা বললে সাজিদ তাকে আরেকটি ঘৃণ্য প্রস্তাব দেন।

সে প্রস্তাবটি হল, ৫ মিনিটের জন্য তাকে ‘যৌনভাবে প্রলুব্ধ’ করতে পারলে চরিত্রটি তিনি র‌্যাচেল হোয়াইটকেই দেবেন। পরে এর জন্য মানসিক প্রস্তুতি নেই বলে সাজিদের বাড়ি থেকে র‌্যাচেল হোয়াইট বের হয়ে আসেন।

র‌্যাচেল হোয়াইট বলেন, ‘আমি নিজের ঘটনা জানিয়েছি যাতে আরও বেশি মানুষ বিশ্বাস করে এটা ঘটেছিল। আর নারীরা আলোচনায় থাকতে এটা করছে এমন মনোভাব যেন না পোষণ করে।’ সূত্র: ফিল্মিবিট