দর্পণ ডেস্ক :  আরিফিন শুভ  জানালেন নতুন খবর। মরণোত্তর চক্ষু দান করার সিদ্ধান্ত নিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এ নায়ক।

আরিফিন শুভ বলেন, ‘মরণোত্তর চক্ষু দান করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অন্ধত্বের মতো হতভাগ্যের আর কিছু হয় না। একজন মানুষ এই পৃথিবীর রুপ দেখতে পারেনা। বিষয়টি আমার কাছে খুব কষ্টদায়ক লাগে। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’

শুভ আরও বলেন, ‘চিরন্তন সত্য হচ্ছে মানুষ মরণশীল। মৃত্যুর পর তো আমাদের শরীরটার আর কোন প্রয়োজন নেই। পোকা মাকড় খাবে আমাদের দেহ। কিন্তু আমরা যদি একটু এগিযে আসি এ শরীরের অনেক কিছু একজন জীবিত মানুষের জীবন বদলে দিতে পারে। তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা কোন মহান কাজ নয়। তবে একজন মানুষ আমার চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখতে পাবেন এ আনন্দ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে আরিফিন শুভ নিজেকে প্রস্তুত করছেন নতুন ছবি ‘সাপলুডু’র শুটিংয়ের জন্য। এ জন্য তাকে নিয়মিত কসরত করতে হচ্ছে। চরিত্রানুযায়ী বডি ফিট করতে হচ্ছে। ছবিটি নিয়ে খুব আশাাদী এ নায়ক। শিগগিরই গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটির শুটিং শুরু হবে বলে জানান শুভ।