দর্পণ ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নিকি হ্যালির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালিকে ২০১৭ সালের জানুয়ারিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

ট্রাম্প নিকি হ্যালি পদত্যাগ করায় তার স্থলে জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।