দর্পণ ডেস্ক : ঠিক একই সমস্যায় বলিউডের অনেক সেলেব্রিটি আক্রান্ত । দীপিকা পাড়ুকোন তো একটা সময় প্রকাশ্যেই স্বীকার করেছিলেন তাঁর সমস্যার কথা। তারকাদের সিংহভাগ আক্রান্ত হতাশাগ্রস্থ। সময়ে সময়ে কেউ স্বীকার করেছেন, কেউ করেননি।
প্রায় বছর দেড়েক হল তিনি কাজের বাইরে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার লড়াই করছিলেন। শেষমেশ অবশ্য দীপিকার মতো তিনিও সফল। কপিল শর্মা নেই। দ্য কপিল শর্মা শো নেই। কমেডি-ফ্যানকূল যেন নিজেরাই ধীরে ধীরে হতাশার শিকার হচ্ছিলেন।
শনিবার টুইটকরে কপিল জানালেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে। আপনাদের জন্য দ্য কপিল শর্মা শো নিয়ে। এখনও পর্যন্ত যা খবর, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকেই টেলিভিশনের পর্দায় ফিরছেন কপিল। অর্থাত্, দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝে টেলিভিশনে কপিল শর্মার পূনর্জন্ম হতে চলেছে। দিনকয়েক আগেই কপিল শর্মা নিজের একটা ঝকঝকে ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি যেন বলে দিচ্ছিল, যাবতীয় সমস্যা কাটিয়ে কপিল আবার জীবনের মূলস্রোতে ফিরছেন। দিনকয়েকের মধ্যে নিজেই সুখবর দিয়ে কামব্যাক-এর জানান দিলেন তিনি।
সিনেমার নাম সন অফ মনজিত্ সিং। ইতিমধ্যেই এই সিনেমার টিজার বলিউডের তাবর অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসা কুড়িয়েছেন। এতগুলো সুখবর একসঙ্গে। আর এতগুলো সুখবরই প্রমাণ করছে, দীপাবলির আলো এবার কপিলের জীবনের পুনরায় রোশনাই ফিরিয়ে আনছে।