আলিম সোহেল,সাভার প্রতিনিধি: : বিদ্যুত অফিসের কিছু সামনেই বিরাট গ্যারাজ।কমপক্ষে ১০০টি অটোর ব্যাটারি চার্জ হয় এই গ্যারাজে।মাসে প্রায় লক্ষাধিক টাকার বিদ্যুতের অপচয় হচ্ছে।এমন অপচয় রোধের দায়িত্বে যারা দায়িত্ব প্রাপ্ত তারা কেউ জানেই না ।এমন অবস্তায় সাভার হেমায়েতপুরের প্রায় প্রতিটি গ্যারেজে লক্ষাধিক টাকার বিদ্যুতের অপচয় হচ্ছে ।এই অপচয় রোধে কার্যকরি কোন পদক্ষেপ না নেয়ায় লক্ষ-কোটি টাকার বিদ্যুতের রমরমা ব্যবসা চলছে সাভার হেমায়েতপুরে।এলাকাবাসির সাথে কথা বলে জানা গেল,পুরো হেমায়েতপুরেই লোড শেডিং এর ঝামেলা লেগেই থাকে।যদি এইসব অবৈধ সংযোগ বা মিথ্যা ঘোষণার সংযোগ বন্ধ করা যেত তাহলে অচিরেই এসব লোডশেডিং এর ঝামেলা এরিয়ে উন্নয়নশীল সাভার হেমায়েতপুর অন্তত বিদ্যুতের ক্ষেত্রে দৃষ্টিনন্দন হত।