নভেম্বরে বলিউড তারকা নেহা ধুপিয়ার ঘরে আসছে নতুন অতিথি। নেহা এখন আট মাসের অন্তঃসত্ত্বা।

বিনোদন সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, নভেম্বরে মা হচ্ছেন নেহা। নেহার প্রত্যাশিত প্রসবের দিন ১৪ নভেম্বর। কিন্তু, যেহেতু এটা তার প্রথম সন্তান, তারিখে একটু এদিক-ওদিক হতে পারে।

প্রেম, বিয়ে, নেহার অন্তঃসত্ত্বা হওয়া, সাদ অনুষ্ঠানসহ সব পর্ব শেষ। এবার বি-টাউনের আরেক তারকা-সন্তানের মুখদর্শনের অপেক্ষায় ভক্তরা।

এর আগে চলতি বছরের মে মাসে দিল্লিতে হঠাৎ মহাধুমধাম করে বিয়ে করেন বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। গুঞ্জন ছিল, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন নেহা, তাই তাড়াহুড়োর বিয়ে। আর সে সময় এ খবরও বেরিয়েছিল। যদিও নেহা ও তার ঘনিষ্ঠরা, এমনকি তার বাবাও আনুষ্ঠানিকভাবে সে খবর উড়িয়ে দিয়েছিলেন।

এই যুগল প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন, বিয়ের কয়েক মাস পর এমন খবর জানান। শুধু তা-ই নয়, তারা বেশ কয়েকটি আদুরে ছবি শেয়ার করেন। ছবিতে নেহার স্ফীত পেট দেখা যায়। নেহার স্ফীত উদরের ছবি দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হন।