দর্পণ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৯ সালের আসরের জন্য দলের খেলোয়াড় তালিকা জমা দিয়েছে দলগুলো। চিটাগং ভাইকিংস তাদের দল জমা না দেওয়ায় তাদের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা আছে। তবে তারা খেলছে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারই জানা যাওয়ার কথা। এছাড়া অন্য দলগুলো জমা দিয়েছে তাদের খেলোয়াড় তালিকা। তাতে গত আসরে অধিনায়ক থাকা মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়েছে রাজশাহী কিংস। রাজশাহী ছাড়া অন্য কোন দল অধিনায়ককে ছাড়েনি।

তবে  রহিরাজশাহী মুশফিকুরমকে ছাড়লেও মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ, মুমিনুল হক এবং জাকির হোসেনকে দলে রেখেছে। মুশফিক না থাকায় রাজশাহীর উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে জাকির হোসেনকে। আইপিএলের নিয়ম অনুযায়ী, এক দল দুটি ‘এ+’ ক্যাটাগরির খেলোয়াড় রাখতে পারবে না। মুস্তাফিজকে আগামী আসরের জন্য ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটার ধরা হয়েছে। এছাড়া দেশীয় একজন পেসারের দরকার রাজশাহীর। এ কারণে মুশফিককে ছেড়ে মুস্তাফিজকে রাখার কথা জানিয়েছে রাজশাহী কিংস।

আসছে আসরের ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস এবং মুস্তাফিজুরকে। আগের আসরে ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন সাব্বির রহমান। কিন্তু এবার তাকে ওই ক্যাটাগরিতে রাখা হয়নি। তার জায়গায় সিলেটে ‘এ+’ ক্যাটাগরিতে ঢুকছেন লিটন দাস। তিনি আগে তামিমের দলে ছিলেন। কিন্তু দু’জন একই দলে ‘এ+’ ক্যাটাগরির খেলোয়াড় হয়ে যাওয়ায় অধিনায়ককে রেখে লিটনকে ছেড়ে দিয়েছে কুমিল্লা।

এছাড়া সিলেটে আছেন নাসির হোসেন, সাব্বির হোসেন এবং সোহেল তানভীররা। আর কুমিল্লা ভিক্টোরিয়ানস তামিম ইকবাল, ইমরুল কায়েস, শোয়েব মালিক এবং মোহাম্মদ সাইফউদ্দিনদের দলে রেখে দিচ্ছে। বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, গ্রিস গেইল, মোহাম্মদ মিঠুন এবং নাজমুল ইসলামকে দলে রেখে দিচ্ছে বলে জানিয়েছে।

ঢাকা ডিনামাইটস তাদের দেওয়া খেলোয়াড় তালিকায় অধিনায়ক সাকিব আল হাসান, সুনীল নারাইন, রোভম্যান পাউয়েল এবং কাউরান পোলার্ডকে রেখে দিচ্ছে। এছাড়া খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদুল্লাহ, নাজমুল হোসাইন শান্ত, আরিফুল ইসলাম এবং কার্লোস ব্রাফেটদের দলে রেখে দিচ্ছে।