দর্পণ ডেস্ক : পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস।
রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন তার স্ত্রী রুবাইয়া ইসলাম।
এশিয়া কাপের মিশন শেষে রাতে দেশে ফিরে সকালেই সুখবর পেলেন ইমরুল। শনিবার রাতেই প্রথম সন্তানের বাবা হয়েছেন আরেক ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ।
ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ইমরুল তার স্ত্রী ও ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
ছবিটিতে দেখা যায়, নবজাত শিশুকে সঙ্গে নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন ইমরুলের স্ত্রী রুবাইয়া, পাশেই দাঁড়িয়ে আছেন ইমরুল।