দর্পণ ডেস্ক : এশিয়া কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেটারবাহী বিমান এমিরেটস এয়ারলাইন্স অবতরণ করেছে। এ সময় তাদের শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে তারা। ২১ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে, মিরপুরে।