দর্পণ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা বহুমুখী সেতুর নামকরণ করা হবে শেখ হাসিনা পদ্মা সেতু। শনিবার দুপুরে শরীয়তপুরের নাওডোবা পদ্মা প্রান্তের সিনোহাইড্রোর জাজিরা ঘাটে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে পদ্মার মূল সেতুর ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর সার্বিক কাজ ৫৯ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ অক্টোবর সেতুর সার্বিক কাজ ৬০ ভাগ সম্পন্ন হবে। আর এই ৬০ ভাগ কাজের মধ্যে পদ্মা সেতুর মাওয়া থেকে মাদারীপুর ভাঙ্গা পর্যন্ত এপ্রোচ সড়ক, ১ হাজার ৩০০ মিটার নদী রক্ষা কাজ, সেতুতে রেলওয়ে বক্স স্ল্যাব ও ৬ লেন এপ্রোচ রোডের কাজ রয়েছে। আগামী ১৩ অক্টোবর এসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর কাজ সঠিক সময়ে সম্পন্ন হতো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হচ্ছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.