দর্পণ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ শুরু হয়ে গেছে। শুক্রবার জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সিরিয়ায় এস-৩০০ স্থাপন শুরু করেছে দেশটি। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।
খবরে বলা হয়, গত সপ্তাহে সিরিয়ায় অবস্থিত সেনাদের নিরাপত্তার লক্ষ্যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনের ঘোষণা দিয়েছিল রাশিয়া। তার ভিত্তিতেই সেখানে ক্ষেপণাস্ত্র প্রেরণ ও স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। এর আগে সিরিয়ায় রাশিয়ার একটি বিমান ধ্বংস হয়ে ১৫ সেনা নিহত হয়। এর ঘটনার জন্য দেশটি ইসরাইলকে দায়ী করে আসছে। তার প্রেক্ষিতেই সেখানে এস-৩০০ স্থাপনের নির্দেশ দিয়েছে পুতিন।
তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার বিমান ধ্বংসে তাদের হাত নেই। সিরিয়ার সেনাবাহিনীর ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে। তারপরও নিজ সিদ্ধান্তে অটল ছিল রাশিয়া। দেশটি বলেছে, এটি শুধুমাত্র নিজস্ব সেনাবাহিনীর সুরক্ষার স্বার্থে। এ নিয়ে তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
সিরিয়ায় এস-৩০০ স্থাপনের ঘোষণার পর যুক্তরাষ্ট্র একে রাশিয়ার ভয়াবহ ভুল বলে আখ্যায়িত করেছিল। দেশটির দাবি, সিরিয়া সরকারকে এরকম একটি অস্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এ অঞ্চলের শান্তির জন্য হুমকি। এক ফোনালাপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও পুতিনকে একই উদ্বেগ প্রকাশ করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম শুক্রবার এক বিবৃতিতে জানান, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন সিরিয়ার ভূমিতে ইসরাইলি যুদ্ধবিমানের হামলা প্রতিরোধ করবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.