দর্পণ ডেস্ক : জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে ট্রাম্পের বক্তৃতা দেয়ার সময় উপস্থিত সবাই কেন হেসেছেন এর ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। গত বুধবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে তিনি এর ব্যাখ্যা দেন।
তিনি বলেন, তাকে নিয়ে জাতিসংঘে কেউ কোনো হাসাহাসি করেনি। বরং উপস্থিত সবাই আমার সঙ্গে একটা ভালো সময় উপভোগ করছিল। তখন আমরা মূলত মজার মধ্যে ছিলাম।
মঙ্গলবারের (২৫ সেপ্টেম্বর ২০১৮) ওই বক্তৃতায় ট্রাম্প প্রবল গাম্ভীর্যের সঙ্গে বলেন, মাত্র দুই বছর আগে ক্ষমতা গ্রহণের পর তার প্রশাসন যা অর্জন করেছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি। এ সময় উপস্থিত সবাই তার কথা শুন হাসতে থাকেন।
এরপরই বিভিন্ন সংবাদপত্র ‘ট্রাম্পকে নিয়ে হাসল বিশ্ব’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এরপর ট্রাম্প এর ব্যাখ্যা দেন। সূত্র : এনডিটিভি