দর্পণ ডেস্ক : সম্প্রতি সংস্কার করে নতুন রূপ দেয়া সোনালি রঙের ভিয়েতনামের এ সেতুকে অভিনব সেতু বলছেন অনেকেই। আর এতেই সামাজিক মাধ্যমে বিশ্বের সবচেয়ে অদ্ভুত সেতু হিসেবে এটি প্রচার পেয়েছে। কোনো গাড়ি চলাচল করে না সেতুটিতে। কেবল কার স্টেশনে ওঠার জন্য পথচারীরা দারুণ সুন্দর সেতুটি ব্যবহার করেন।
এ পর্যটন এলাকাটি মোটেই নতুন নয়। যা ১৯১৯ সালে তৈরি। সে সময় ফরাসি উপনিবেশ ছিল ভিয়েতনাম। বর্তমানে সেই পুরনো সময়ের রূপটিই যেন নতুন করে নিয়ে আসা হয়েছে।
সোনালি রঙের হওয়ায় সেতুটি ‘গোল্ডেন ব্রিজ’ নামে পরিচিত। সারা বিশ্ব থেকেই পর্যটকরা আসেন ভিয়েতনামে সেতুটিকে দেখতে। অবাক হচ্ছেন এর নির্মাণশৈলি দেখে। হিল স্টেশন হিসেবে পাহাড়ের উপরে ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি করা হয়।
বিশাল দুটি পাথুরে রঙের হাতের ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। আর এ কারণে ‘হ্যান্ড অফ গড’ বলছেন অনেকেই। ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি হাত। দুই হাত ধরে রেখেছে সোনালি রঙের সেতু, সেতুর ওপর দর্শক-পর্যটকের দল।
নতুনভাবে সংস্কারের পর গত জুন মাসে ডানাংয়ের কাছে এই সেতুটি খুলে দেয়া হয়।
ফরাসি উপনিবেশের স্মৃতি হিসেবে বর্তমানে এলাকাটিকে সেই উপনিবেশের রেপ্লিকা হিসেবেই গড়ে তোলা হয়েছে। ফরাসি স্টাইলের দুর্গ, ক্যাথিড্রাল, বাগান সব মিলে অসম্ভব নান্দনিক হয়ে উঠেছে এ অঞ্চলটি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.