দর্পণ ডেস্ক : ভারতের পণ্ডিচেরিতে ধর্মগুরুর নির্দেশে গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। কোটিপতি হওয়ার লোভেই ওই ব্যক্তি স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ। এই পর্যন্ত পড়ে মনে হতে পারে, স্ত্রীর সম্পত্তি আত্মসাৎ করতেই এই কাণ্ড। কিন্তু এই ঘটনা ততটা সরল নয়।
স্থানীয় গণমাধ্যম সূত্রের খবর, ওই ব্যক্তির ধর্মগুরু নাকি তাকে জানিয়েছিল, স্ত্রীকে ‘বলি’ দিতে পারলে তার সামনে কোটিপতি হওয়ার পথ খোলা। তাই দুই সন্তানের জননী এবং পূর্ণগর্ভা স্ত্রীকে হত্যা করে সে।
পরে এই মর্মে ওই মহিলার স্বামী থানায় অভিযোগ দাখিল করে। পুলিশ গত ১৯ সেপ্টেম্বর ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে। যেখানে দেহ পাওয়া যায়, সেখানে বেশ কিছু জাদুটোনার সামগ্রী পাওয়া যাওয়াতে পুলিশের সন্দেহ হয়। তারা মহিলার স্বামীকে চেপে ধরতেই সে স্বীকার করে, সে-ই মহিলাকে হত্যা করেছে। সে আরও জানায়, হত্যার আগে তার গুরু কিছু ক্রিয়া সম্পন্ন করেছিল।