লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি:
নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রোববার গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে সিংড়া উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রথমার্ধে দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন সজিব। শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আঃ ফঃ মঃ ওবায়দুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই ফুটবল প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভার ফুটবল দল অংশ নেয়।