দর্পণ ডেস্ক :  বৃহস্পতিবারই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা নীল নিতিন মুকেশের স্ত্রী রুক্মিনী সহায়। শাহিদ-মীরার পর নীল নিতিন মুকেশ ও রুক্মিনী সহায়ের পরিবারেও এখন তাই খুশির হাওয়া। সোশ্যাল মিডিয়ায় নিজেই এখবর শেয়ার করেছেন নীল নিতিন। মেয়ের নাম নূরভি রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

নীল নিতিন মুকেশ লিখেছেন, ”রুক্মিনী ও আমি গর্বিত যে আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে। নূরভি এখন মুকেশ পরিবারের নতুন সদস্য। মা ও সন্তান দুজনেই ইশ্বরের আশীর্বাদে সুস্থ আছে। ”

২০১৭-কর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল নীল নিতিন মুকেশ ও রুক্মিনী সহায়ের ৷ নীল নিতিন বলিউডের বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। শেষবার রোহিত শেট্টির ‘গোলমাল এগেন’-দেখা গিয়েছিল নীল নিতিনকে। বাহুবলী তারকা প্রভাসের সঙ্গে ‘সাহো’ ছবিতে দেখা যাবে নীল নিতিন মুকেশকে। প্রসঙ্গত, শাহিদ-মীরা, নীল নিতিন-রুক্মিনীর পর এবার অঙ্গদ বেদী ও নেহা ধুপিয়ার পরিবার এখন সুখবর আসার অপেক্ষায় রয়েছে।