জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ চলতি বছরের নভেম্বরে জেএসসি পরীক্ষা শাহানাজের। সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিয়েছে সে। ভাবতেই পারেনি পরীক্ষা দেওয়া হবে না তার। পরীক্ষার আগেই বিয়ের পিড়িতে বসতে হয়েছে শাহানাজকে। পরীক্ষা বাদ দিয়ে যেতে হয়েছে শশুর বাড়ী।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিয়ে হওয়ার কথা থাকলেও নাটকীয় কায়দায় বিয়ে হয়েছে রাতে।
শাহানাজ আক্তার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়্ াস্কুল পাড়া এলাকার আব্দুর সাত্তার এর মেয়ে এবং কাতলামারী কেবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের এবার জেএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে শাহানাজ আক্তারের বিয়ে (বাল্য) হওয়া কথা। তবে পুলিশ বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে সেটা পন্ড হয়ে যায়। পরে রাতে আবার বিয়ে হয়ে যায় তার।
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জালাল জানান, বাল্য বিয়ের খবর শুনে আমি ঐ বিয়ে বাড়ীতে অভিযান চালায়। সাত্তারের বাড়ীতে বিয়ের আয়োজন চলছিলো তবে শাহানাজের বাবা ও মা পালিয়েছিলো। আমি বিয়ে দিতে নিষেধ করে এসেছিলাম। পরে বিয়ে হয়েছে কিনা আমার জানা নেই।
কেবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সেলিম জানান, আমি বিষয়টি জানি না।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.