গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
পৃর্বশত্রুতার জের ধরে অষ্টম শ্রেণির ছাত্র সাহেদ হাসানকে (১২) পিটিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশি মো. জফের আলীর বিরুদ্ধে (৫৫)। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মধ্য চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
এঘটনায় শনিবার ওই ছাত্রের পিতা শফিকুল ইসলাম বাদি হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জফের আলী একই গ্রামের হুজুর আলীর ছেলে। আহত ছাত্র সাহেদ হাসান মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
হাসপাতালে চিকিৎসাধীন স্কুল ছাত্র সাহেদ হাসান জানায়, ঘটনার দিন দুপুরে জফের আলী তাকে বিলে শাপলা তোলার জন্য বাড়ি থেকে ডেকে নেয়। বাড়ির অদূরে বাছেরের পুকুর পাড়ে যাওয়ার পর জফের তাকে কাঠের বাঠাম দিয়ে এলোপাথারি পিটিয়ে যখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় জাহিদুল, রফিকুল ও আজিজল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক রবিউল করিম শান্ত বলেন, আহত সাহেদের মুখমন্ডলসহ পিঠে গুরুত্বর আঘাত রয়েছে। চিকিৎসাধীন অব¯া’য় বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হবে

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.