অনলাইন ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেদন করলেও নতুন পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট বিভাগের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজোয়ান।

তারেক রহমানের নাগরিকত্ব এবং পাসপোর্ট নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বৃহস্পতিবার আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিজি মেজর জেনারেল মাসুদ রেজোয়ান বলেন, পাসপোর্ট আদেশ-১৯৭৩ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ন্যুনতম দুই বছরের জন্য দণ্ডিত হন তাহলে সেই ব্যক্তিকে দণ্ডের পাঁচ বছরের মধ্যে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। তারেক রহমান লন্ডন হাইকমিশনে ২০১৪ সালে পাসপোর্ট জমা দেন এবং সেই থেকে তিনি নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি।

তিনি আরও বলেন, নাগরিকত্ব এবং পাসপোর্ট আত্মসমর্পণের মধ্যে কোনো সম্পর্ক নেই। কোন ব্যক্তির পাসপোর্ট না থাকলে তার নাগরিকত্ব বাতিল হয় না। যদি তারেক রহমান তার নাগরিকত্ব বাতিলের বিষয়ে আবেদন করে থাকেন তাহলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু তারেক রহমান তার নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন কিনা সে বিষয়ে আমাদের ধারণা নেই