Exif_JPEG_420

কলাপাড়া প্রতিনিধি : নিরাপদ সড়ক নিশ্চিতকরনে আমাদের দায়িত্ব প্রধানমন্ত্রীর এ ঘোষনা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ সড়কের দাবিতে লিফলেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট্স দলের দলনেতা দিদারুল ইসলাম দ্বীপের নেতৃত্বে একদল স্কাউট্স এ লিফলেট বিতরন করে। এ সময় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট্স দলের সভাপতি ও প্রধান শিক্ষক মো. আবদুর রহিম ও সাধারন সম্পাদক শরীর চর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সকল প্রকার যান চালকদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, রোড সম্পর্কে পুরোপুরি ধারনা ও গাড়ীর ইঞ্জিন সঠিক কিনা যাচাই করা, বৈধ লাইসেন্স, গতিসীমা মেনে বেপরোয়াভাবে গাড়ী না চালানো, গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, হাইড্রোলিক হর্ন বর্জন ও পথচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখাসহ উল্টো পথে গাড়ী না চালানোর দাবি লিফলেটে উল্লেখ করে শত শত যান বাহনে এ লিফলেট বিতরন করা হয়।