দর্পণ ডেস্ক : গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইয়ের প্রায় কমবেশি সব তারকাই তাঁদের নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছে। আর এই তালিকায় বাদ যাননি খোদ বলিউড বাদশা শাহরুখ খানও। প্রত্যেকবছর শাহরুখের বাড়িতে ঠিক যেভাবে ইদের সেলিব্রেশন হয়, ঠিক তেমনভাবেই গণেশ পুজোও হয়ে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। গত ১৩ সেপ্টেম্বর থেকেই মুম্বইয়ে চলছে গণপতি পুজোর সেবিব্রশন। দেরিতে হলেও রবিবার সোশ্যাল সাইটে বাড়ির গণেশ পুজোরই একটি ছবি শেয়ার করেছেন কিং খান।

ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ একজন দায়িত্ববান বাবাও। সন্তানদের কোনও ইচ্ছাই তিনি প্রায় অপূর্ণ না রাখারই চেষ্টা করেন। আর এবার বাড়িতে গণপতি বাপ্পার পুজোর আয়োজন মূলত শাহরুখ-গৌরীর আদরের ছোট ছেলে আব্রামের ইচ্ছাতেই হয়েছে। তবে গণপতি বাপ্পা নয়, শাহরুখ লিখেছেন আব্রাম তাঁকে ‘গণপতি পাপ্পা’ বলেই ডাকে।